Message From Principal
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগ তথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের, সবচেয়ে মেধাবী ও চৌকস শিক্ষার্থীদের পদচারণায় সবর্দা মুখরিত সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে জাতীয় পর্যায়ে তার অবস্থান সদৃঢ় করেছে। প্রায় ছয় দশক ধরে নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নে মেধাবী মানব সম্পদ খুবই প্রয়োজন যা বিনির্মাণে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ নিরলসভাবে ভ‚মিকা রেখে চলছে। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণ করে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সফলতার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে।
ঐতিহ্যবাহি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে সুযোগ্য শিক্ষক, মেধাবী শিক্ষার্থী এবং দক্ষ কর্মচারীদের কাতারে সামিল হতে পেরে আমি নিজেকে সম্মানিত এবং গৌরাবন্বিত মনে করছি।